Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১।   প্রশিক্ষণ প্রদান

 মৌলিক প্রশিক্ষণ প্রদান

আনসার ও ভিডিপি হতে বিভিন্ন মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে শারিকিক ও মানসিক ভাবে একজন যোগ্য ও উপযুক্ত  করে ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। দেশের উন্নয়নে অংশ নিতে, আইন-শৃংখলা রক্ষায়, স্বাবলম্বী হতে এই প্রশক্ষণ প্রয়োজন। প্রশিক্ষনের তালিকা নিম্নে দেওয়া হলো-

  • ভিডিপি অস্ত্রবিহীন প্রশিক্ষণ
  • ভিডিপি অস্ত্রসহ প্রশিক্ষণ
  • আনসার প্রশিক্ষণ
  • ইউনিয়ন দলনেতা-দলনেত্রী প্রশিক্ষণ
  • ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার প্রশিক্ষণ
  • উপজেলা আনসার কোম্পানি কমান্ডার প্রশিক্ষণ
  • উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার প্রশিক্ষণ
  • অন্যান্য

 

গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ প্রদান

 

Village Defence Party অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা দল । এই প্রশিক্ষণটি গ্রহণের মাধ্যমে একজন সদস্য/সদস্যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে জানা, নিজের শারিরিক ও মানসিক গড়ন এবং গ্রাম তথা এলাকার আইন-শৃংখলা রক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন। প্রশিক্ষণটি গ্রহনের মাধ্যমে বিভিন্ন নিয়ম কানুন জানা, শৃংখলা রক্ষা সম্পর্কে ধারণা সহ ৫ জন অতিথি বক্তার স্ব-বিভাগীয় বিষয় সম্পর্কে অবগত ও তার বাস্তব প্রয়োগে নিজের উন্নয়ন ঘটাতে পারেন। নিম্নে প্রশিক্ষনের বিস্তারিত উল্লেখ করা হলো-

  • প্রস্তাবিত ৫টি গ্রামের সদস্য-সদস্যারা এই প্রশিক্ষনে অংশ নিতে পারবেন।
  • যোগ্যতা- নূনতম ৮ম শেণী পাশ, উচ্চতা পুরুষ নুনতম ৫'৪", মহিলা নুনতম ৫'২", উল্লেখিত ৫ গ্রামের সদস্য/সদস্যা হতে হবে, শারিরিক ভাবে ফিট, সেচ্ছা শ্রমে আগ্রহী, গ্রাম প্লাটুনের অন্তভূক্ত সদস্য-সদস্যা
  • অন্তস্বত্বা-রোগা-মামলার সাথে জড়িত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • কাগজপত্র- শিক্ষা সনদ, ভোটার আইডি, জন্ম সনদ, নাগরিক ও চারিত্রিক সনদ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি + অন্যান্য যদি থাকে।

 

২।  পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রেরণ

পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভিডিপি সদস্য-সদস্যা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। বিশেষ বিষয়ে নিজের কর্মের দক্ষতা বৃদ্ধি পায়, বেকারত্ব দুরীকরণে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। এতে নিজে স্বাবলম্বীি হন এবং অন্যকে স্বাবলম্বী হতে সাহায্য করতে পারেন। নিম্নে প্রশিক্ষণ গুলোর নাম উল্লেখ করা হলো-

  • মোটর ড্রাইভিং (পুরুষ ও মহিলা)
  • বেসিক কম্পিউটার (পুরুষ ও মহিলা)
  • মোবাইল সার্ভিসিং (পুরুষ ও মহিলা)
  • অটোমেকানিক্স (পুরুষ)
  • রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং(পুরুষ)
  • টাইলস সেটিং(পুরুষ)
  • রড বাইন্ডিং(পুরুষ)
  • ওয়েল্ডিং ৪ জি (পুরুষ)
  • পাইপ ফিটিং (পুরুষ)
  • সেলাই প্রশিক্ষণ (মহিলা)
  • নকশি কাথা (মহিলা)
  • আভি কারুপন্য(মহিলা)
  • এমব্রয়ডারী(মহিলা)
  • হাস-মুরগী পালন (পুরুষ ও মহিলা)
  • গবাদী পশু পালন(পুরুষ ও মহিলা)
  • কৃষি শাক-সবজি চাষ (পুরুষ ও মহিলা)
  • অন্যান্য

উক্ত প্রশিক্ষনের জন্য অবশ্যই ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।

 

৩।  নিরাপত্তা রক্ষা

উপজেলা পর্যায়ে ভিডিপি সদস্য-সদস্যা বাল্যবিবাহ, মাদকাসক্ত, স্থানীয় জঙ্গিীবাদ সহ বিভিন্ন সমাজবিরোধী কাজের বিরুদ্দে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ( তথ্য প্রদান করে) নিজ এলাকার আইন-শৃংখলা রাক্ষায় অংশ নেন। অংগীভূত আনসার যে প্রতিষ্ঠানে অংগীভূত হন সে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে থাকেন।

নির্বাচন ও পূজায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা নিজের সর্বোচ্চ দিয়ে শৃংখলার সাথে দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও দেশের জরুরী অবস্খায় এ বাহিনীর সদস্য-সদস্যারা রাস্তা, বাধ, সড়ক, মহাসড়ক,রেললাইন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কাজ করে থাকেন।

 

৪। ইউনিয়ন পরিষদ ভবনের সেবা

প্রতি মাসে ১ থেকে ২ বার করে ইউনিয়ন পরিষদে আনসার ভিডিপির জন্য বরাদ্দকৃত অফিস কক্ষ পরিদর্শন করা হয়। ইউনিয়ন পর্যায়ের সদস্য-সদস্যাদের বিভিন্ন কাজ, তথ্য ও কার্যক্রমের গতিশীলতা রক্ষার জন্য এ পরিদর্শন করা হয়। ইউনিয়ন দলনেতা-দলনেত্রী  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার পরামর্শে অফিসের কাযর্ক্রম পরিচালনা করে থাকেন।